1. kmpalash89@gmail.com : Palash Khan : Palash Khan
  2. KAMAL@gmail.com : KAMAL KRISHNA : KAMAL KRISHNA
  3. sariful@gmail.com : sariful :
  4. sariful2@gmail.com : Sariful : Sariful
  5. jmitdomain@gmail.com : student :
  6. jmitsolution24@gmail.com : support :

প্রধান শিক্ষকের বাণী

আসসালামু আলাইকুম,
সুধী ডিজিটাল বাংলাদেশ গঠনের নিমিত্তে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন রাঘদী ইউনিয়নের আধুনিক মনস্ক, উন্নত চরিত্রের গুনাবলী সম্পন্ন শিক্ষিত নারী গড়ে তোলার উদ্যেশ্যে টেকেরহাট উত্তরপাড় বন্দরের উপকন্ঠে অবস্থিত চরপ্রসন্নদী কে.এম জাকির হোসেন বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টিতে ২০০৯ সালের জানুয়ারি মাস হতে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান ছাত্রী সংখ্যা প্রায় ৩৫০ জন। রাঘদী ইউনিয়নের একদল অদম্য উৎসাহী ব্যাক্তি এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তা। যাদের মেধা, শ্রম, বুদ্ধি, অর্থের বিনিময়ে তিল তিল করে গড়ে উঠছে প্রতিষ্ঠানটি। এই বিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষিত ছাত্রী বের হবে তারা সমাজে ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবেন। এতে দেশ ও জাতীর উন্নয়ন হবে। কাজেই দেশের নারী শিক্ষার উন্নয়নে তথা ডিজিটাল বাংলাদেশ গঠনে এই বিদ্যালয়টি ব্যপক ভূমিকা রাখবে। বিদ্যালয়টি দেশের সম্পদ। বিদ্যালয়টিকে বাচিয়ে রাখার জন্য আমাদের সকলকে অবদান রাখতে হবে। চরপ্রসন্নদী কে.এম জাকির হোসেন বালিকা বিদ্যালয় নারী শিক্ষা উন্নয়নে একটি আধুনিক ও উন্নতমানের মানের বালিকা বিদ্যালয়।
”আপনার সোনামনিরদর সুপ্ত প্রতিভা বিকাশের জন্য কে.এম জাকির হোসেন বালিকা বিদ্যালয়ে ভর্তি করে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলুন”
তাই আমরা সুধী মহলের কাছে অত্র প্রতিষ্ঠানটির যাবতীয় তথ্যচিত্র ওয়েবসাইড এর মাধ্যমে তুলে ধরার চেষ্ঠা করছি।
পরিশেষে চরপ্রসন্নদী কে.এম জাকির হোসেন বালিকা বিদ্যালয়ের উত্তরোত্তর সুনাম সমৃদ্ধ হোক, সুন্দর সমাজ গঠনে তার আবদান সুদূর প্রসারী হোক এই কামনা করি।

© All rights reserved © 2022
Design & Developed BY JM IT SOLUTION